কাশ্মীরে ফের বড় সাফল্য ভারতীয় সেনার, গুলির লড়াইয়ে খতম হিজবুলের শীর্ষ কম্যান্ডার। মঙ্গলবার রাতভর কাশ্মীরের অবন্তীপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের ঘিরে ফেলেছিল। সূত্রের খবর, মঙ্গলবার রাতে অবন্তীপোরায় কাশ্মীর পুলিশ, ৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিফের যৌথ অভিযান চলে অবন্তীপোরার বেইঘপোরায়। সেখানে জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। এরপর রাতে শুরু হয় প্রবল গুলির লড়াই। বুধবার সকালে সেনার গুলিতে খতম হয় রিয়াজ। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে গুলির লড়াইয়ে। নিকেশের মধ্যে রয়েছে রিয়াজও।