September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

উন্নাওয়ের নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে সাজাপ্রাপ্তদের ,নির্দেশ তিসহাজারি আদালতের

উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত উত্তরপ্রদেশের বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেনেগারকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন তিসহাজারি আদালতের বিচারক। তার সঙ্গে এই মামলার দোষী সাব্যস্ত কুলদীপের ভাই অতুল সেনেগার ও বাকি ছ’জনকেও একই সাজা শোনানো হয়েছে। পাশাপাশি তাদের নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিসহাজারি আদালতের বিচারক।

গত ৪ মার্চ দিল্লির তিসহাজারি আদালতে উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় কুলদীপ সিং সেনেগার-সহ সাতজন। তবে এই ঘটনায় দোষীদের খুনের উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য করেছেন তিসহাজারি আদালতের বিচারক। তবে নির্যাতিতার বাবাকে এমন নৃশংসভাবে মারধর করা হয় যার ফলে তাঁর মৃত্যু হয়। তাই অভিযুক্তদের অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হল।