আবারও উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আসাম নাগাল্যান্ড সীমান্ত থেকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ পাচারের পথে জলপাইগুড়ি গোসালা মোড়ে জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। ট্রাকের চালকের পিছনে বানানো একটি গোপন কেবিন থেকে উদ্ধার হয় 15 প্যাকেট গাঁজা। প্রত্যেকটি প্যাকেটের আনুমানিক ওজন 10কেজি করে, অর্থাৎ 15 প্যাকেটে প্রায় 150কেজির মতো গাঁজা পাচার করা হচ্ছিল। ঘটনায় জড়িত থাকায় আটক করা হয়েছে তিনজনকে। ধৃতদের নাম সতীন্দর যাদব (৩০), উত্তরপ্রদেশ। আয়ুব আলী (58), নয়াগাঁও, আসাম। সাহুল কুমার (২৫), উত্তরপ্রদেশ। পুলিশ গাঁজা পাচারের জন্য ব্যবহৃত ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে।