September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তরবঙ্গ ট্রেন থেকে উদ্ধার কয়েক কোটি টাকা মূল্যের হাতির দাঁত

উত্তরবঙ্গের ট্রেন থেকে উদ্ধার কয়েক কোটি টাকা মূল্যের হাতির দাঁত। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের জালে ধরা পড়েছে ভিন রাজ্যের এক নাগরিক। সূত্রের খবর, ডিআরআই আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায়। অসমের কোকরাঝারের ফকিরগ্রামের বাসিন্দা আজম আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হাতির দাঁত। মোট সাতটি টুকরো উদ্ধার হয়। যার ওজন ১২ কেজি ৯০৯ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৯ লক্ষ ৯৫০ টাকা। ওই হাতির দাঁতের টুকরোগুলি বেনারসে পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে খবর। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।