October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষ, মৃত ২৪ জন পরিযায়ী শ্রমিক

লকডাউন এর মধ্যেই এবার উত্তরপ্রদেশে দুটি ট্রাকের ধাক্কায় একসঙ্গে চব্বিশটি প্রাণ শেষ হয়ে গেল পরিযায়ী শ্রমিকদের। আহত আরও ১৫ থেকে ২০ জন পরিযায়ী শ্রমিক। সূত্রের খবর, একটি ট্রাকে করে ৫০ জন পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে ফিরছিলেন। উত্তরপ্রদেশের ঔরিয়ার কাছে দিল্লি থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই ট্রাকের। জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অর্থাৎ যে সময় ক্লান্ত পরিশ্রান্ত শ্রমিকগুলোর চোখ লেগে এসেছিল, ঠিক সেই সময় ওই দুর্ঘটনায় প্রাণ যায় ২৪ জন শ্রমিকের। এই ঘটনা প্রসঙ্গে ঔরিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্চনা শ্রীবাস্তব বলেছেন, ” ২৪ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।এর পাশাপাশি কুড়িজন গুরুতর আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনায় মৃতদের মধ্যে অধিকাংশই বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। এর পাশাপাশি ঘটনায় গভীর ভাবে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।