September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

আগামীকাল থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে প্রশ্নপএ ফাঁস না হয়, তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে উচ্চশিক্ষা সংসদ। জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলা কালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবা। এছাড়াও ২৫০ স্পর্শকাতর কেন্দ্রে বসানো হচ্ছে, মেটাল ডিটেক্টর। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যের ৪২টি ব্লকে প্রথম ২ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু তা সত্বেও উঠে এসেছিল প্রশ্নপএ ফাঁস হওয়ার ঘটনা। তবে এবারে কোন পরীক্ষার্থী মোবাইফোন নিয়ে এলে তা জমা রাখতে হবে প্রধান শিক্ষকদের কাছে। মোবাইল ধরা পড়লে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।