গত বছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপএ ফাঁস হয়ে গিয়েছে। মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় যাতে প্রশ্নপএ ফাঁস না হয় তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে শিক্ষা সংসদ। মঙ্গলবার এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশ্নপএ ফাঁস হওয়া থেকে রুখতে আরও বেশী সর্তক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সূএের খবর, শিক্ষক বা শিক্ষাকর্মীদের মোবাইল ফোন প্রধান শিক্ষকদের কাছে জমা রাখতে বলা হয়েছে। পাশাপাশি কোন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানা যায়। এছাড়াও মোবাইল ধরার জন্য আলাদা লোক নিয়োগ করাও এবার প্রথম। বছরে ১২ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। ২৭ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা।