নিজস্ব প্রতিনিধি মালদা, বুধবার বিকেলে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার উত্তর পঞ্চানন্দপুর ১ গ্রামপঞ্চায়েতের বিহারী টোলা গ্রামে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জীবন সরকার(১৮)। তিনি মোথাবাড়ির নয়াবাজারের উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ছিলেন। পরীক্ষা ভালোই হয়েছিল বলে দাবি পরিবারের। আর দুটো পরীক্ষা ছিল যা করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে গিয়েছে। এদিন বিকেলে সেই পরীক্ষার্থীর ঝুলন্ত মৃৃতদেহ উদ্ধার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অস্বাভাবিক মৃত্যুর মামলারুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।