যেভাবে দেশে করোনার পরিস্থিতি থাবা বসাচ্ছে তাতে আগামী 3 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা কে বাড়িয়ে দেওবার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গুলি শুরু হলেও করোনা ভাইরাসের জেরে উচ্চমাধ্যমিকের কিছু পরীক্ষা পিছিয়ে গিয়েছে। এবার আগামী জুন মাসে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, এবছর একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে। একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার জন্য এ বছর তাদের কোন পরীক্ষা দিতে হবে না।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি আগামী জুন মাসে হবে। পাশাপাশি, লকডাউনের জেরে এ রাজ্যে যে সমস্ত অঙ্গনারী কেন্দ্র গুলি বন্ধ হয়ে গিয়েছে সেগুলি আপাতত 15 মে পর্যন্ত বন্ধ থাকবে বলে তিনি জানান। তবে অঙ্গনারী কেন্দ্রের শিশুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে মিডেমিল। পাশাপাশি এবার কলেজ পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। তিনি জানান, শুধুমাত্র ফাইনাল সেমিস্টার দিতে হবে কলেজ পড়ুয়াদের।