July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঈদের উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা জানান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী


নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর: সোমবার ঈদ উৎসব। মূলত এই উৎসবকে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে এই বছর মহামারীর ভাইরাসের মোকাবিলায় লকডাউনের ফলে ব্যাহত হয়েছে এই উৎসব। কারণ এই উৎসবে প্রত্যেকটি মাজারে মুসলিম সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে অন্য সম্প্রদায়ের মানুষের ভিড় থাকতো চোখে পড়ার মতো।

কিন্তু এই বছর বর্তমান রাজ্য প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ দূরত্ব বজায় রেখে এই উৎসব পালন করবে সেই নির্দেশ মেনেই পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি থানা খাগড়াবানি ঈদগায় চলছে সামাজিক দূরত্ব মেনে ঈদ উৎসব পালন। সোমবার সকাল থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি আদঘণ্টা অন্তর পনেরো থেকে কুড়ি জনের জামাত করে ঈদের নামাজ পড়ানো হচ্ছে এইদিন।

অন্য দিকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বাসভবন থেকে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। এবং তিনি বলেন, বর্তমান মহামারি ভাইরাসের জন্য অনেকটাই ব্যাহত হয়েছে এই উৎসব। তবে নিজেদের শারীরিক দিকটা লক্ষ্য রেখে সমদূরত্ব বজায় রেখে যাতে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ঈদ উৎসবকে পালন করে, এমন টাই ভিডিও বার্তার মাধ্যমে জানায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।