করোনা ভাইরাসের গ্রাসে গোটা দেশে এক সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে | তবে এই পরিস্থিতিতে দেশবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই | অভিনেতা থেকে শুরু করে ক্রীড়াবিদ সকলেই করোনা মোকাবিলা দেশবাসী পাশে দাঁড়িয়েছেন | এই সংকটজনক পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যার শিকার হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো | তারমধ্যে ইন্ডাস্ট্রির প্রায় 25000 দিনমজুরের দায়িত্ব একা কাঁধে তুলে নিলেন বলিউড অভিনেতা সালমান খান |
সূত্রের খবর, ফিল্ম ইন্ডাস্ট্রির দিন মজুদের ব্যাঙ্ক ডিটেলস চেয়েছেন ভাইজান | তাদের একাউন্টে টাকা পৌঁছে দেবেন তিনি | এর পাশাপাশি তিনি জানিয়েছেন, লকডাউন এর সময়সীমা বাড়ানো হলেও এই পরিষেবা অব্যাহত থাকবে বলে | এখনো পর্যন্ত 19000 দিনমজুরের কাছে অনুদান পৌঁছে গিয়েছে বলে জানা যায় | এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলোর আর্থিক টান আশায় তাদের দায়িত্ব কাঁধে তুলে নেন সালমান | তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ইন্ডাস্ট্রি মানুষেরা|