April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ইন্ডাস্ট্রির 25 হাজার দিনমজুরের দায়িত্ব কাঁধে তুলে নিলেন, সালমান খান

করোনা ভাইরাসের গ্রাসে গোটা দেশে এক সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে | তবে এই পরিস্থিতিতে দেশবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই | অভিনেতা থেকে শুরু করে ক্রীড়াবিদ সকলেই করোনা মোকাবিলা দেশবাসী পাশে দাঁড়িয়েছেন | এই সংকটজনক পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যার শিকার হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো | তারমধ্যে ইন্ডাস্ট্রির প্রায় 25000 দিনমজুরের দায়িত্ব একা কাঁধে তুলে নিলেন বলিউড অভিনেতা সালমান খান |

সূত্রের খবর, ফিল্ম ইন্ডাস্ট্রির দিন মজুদের ব্যাঙ্ক ডিটেলস চেয়েছেন ভাইজান | তাদের একাউন্টে টাকা পৌঁছে দেবেন তিনি | এর পাশাপাশি তিনি জানিয়েছেন, লকডাউন এর সময়সীমা বাড়ানো হলেও এই পরিষেবা অব্যাহত থাকবে বলে | এখনো পর্যন্ত 19000 দিনমজুরের কাছে অনুদান পৌঁছে গিয়েছে বলে জানা যায় | এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলোর আর্থিক টান আশায় তাদের দায়িত্ব কাঁধে তুলে নেন সালমান | তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ইন্ডাস্ট্রি মানুষেরা|