করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দিনদিন যেভাবে করোনা সংক্রামিত সংখ্যা বেড়ে চলেছে তাতে কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েজে সমগ্র দেশের কেন্দ্র ও রাজ্য সরকারের।
প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা। আর এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট। এদিন তিনি ঘোষনা করলেন , করোনা রুখতে প্রয়োজনে ইডেন গার্ডেন্সের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবে রাজ্য সরকার। এমনকি ইনডোর পরিকাঠামো ছাড়াও ব্যবহার করা যাবে ইডেনের ডরমিটারিও। ভারতের মাটিতে নিজের আধিপত্য বিস্তার করেই চলেছে নোভেল করোনা ভাইরাস।
করোনার এই সংক্রমনের ধারাবাহিকতাকে থামানোর লক্ষ্যে ১৪ এপ্রিল পর্যন্ত সমগ্র দেশ জুড়ে লকডাউনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেই অবশ্য সৌরভ সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্যেশ্যে সতর্কবার্তা দেন। তিনি বলেন, “আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেক রাজ্যের সরকার এবং কেন্দ্র যে নির্দেশিকা দিচ্ছে, তা পালন করুন। এই সময় বাড়িতে থাকাটা খুব জরুরি। দয়া করে বাড়িতে থাকুন, এমন ভাববেন না যে আপনার কিছু হবে না। কারণ, এটা একবার চলে এলে আর কোনও রাস্তা থাকবে না।” অন্যদিকে নরেন্দ্র মোদির লকডাউনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গোটা ক্রিকেট মহল।