
রণবীর কাপুরের ‘অ্য়ানিম্যাল’ ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে লক্ষ্মীলাভ হলেও, অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবে এসব সমালোচনাকে একেবারেই ভ্রুক্ষেপ না করে ‘অ্য়ানিম্যাল ২’ নিয়ে ভয়ঙ্কর বার্তা দিলেন সন্দীপ।
এই ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই। একজন নায়ক, আরেকজন খলনায়ক। সূত্র বলছে, ছবিতে নায়ক রণবীরের বিপরীতে রশ্মিকা যেমনটি আছেন, তেমনটিই থাকবেন। তবে এন্ট্রি নেবেন নতুন নায়িকা মালবিকা মোহন। অ্যানিম্যাল’ ছবি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই এই ছবির সিক্যুয়েল নিয়ে আগ্রহ তুঙ্গে। ‘অ্যানিম্যাল’ ছবি থেকেও ‘অ্যানিম্যাল পার্ক’ যে আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তার ইঙ্গিত ছিল প্রথম থেকেই। এমনকী, খবর এসেছিল এই ছবিতে নাকি রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকেও।
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’