September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আর জি কর কান্ড! তিলোত্তমার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন হওয়া মহিলা চিকিত্‍সকের বাড়িতে যান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন সোদপুরে নিহত চিকিত্‍সকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ‍্যমন্ত্রী। সোদপুর থেকে ফিরেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্য সচিব, কলকাতা পুলিশের সিপিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

সূত্রের খবর অনুযায়ী, সরকারি হাসপাতাল গুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন মুখ‍্যমন্ত্রী। আরজি করের তদন্ত নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে, এমনটাই জানা গিয়েছে এই বৈঠকে। এ দিন দুপুরে সোদপুরে আর জি করের নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী৷ প্রায় আধ ঘণ্টা মৃতার বাবা মা-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷