September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আরও ১৮ জনের দেহে মিলল করোনার অস্তিত্ব, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২

দেশে আরও ১৮ জনের দেহে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। ফলে ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬২। নতুন আক্রান্তদের মধ্যে কেরালার ৮ জন, মহারাষ্ট্রের ৫ জন, কর্নাটকের ৪ জন। ও জম্মু-কাশ্মীরের ১ জন। কেরালায় নতুন আক্রান্তের খবর মেলায় শুধু এই রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা হল ১৪। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাই এলার্ট জারি করা হয়েছে সেখানে।

মারণ রোগ যাতে আর ছড়িয়ে না-পড়ে সে জন্য কড়া পদক্ষেপ করছে কেরালা প্রশাসন। সব স্কুল ও সিনেমা হল এ মাসের শেষপর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্যের ১,৪৯৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এঁদের মধ্যে ২৫৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কোনও জমায়েত ছাড়া ধর্মীয় অনুষ্ঠান করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কাছে আর্জি জানিয়েছেন।