দেশে আরও ১৮ জনের দেহে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। ফলে ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬২। নতুন আক্রান্তদের মধ্যে কেরালার ৮ জন, মহারাষ্ট্রের ৫ জন, কর্নাটকের ৪ জন। ও জম্মু-কাশ্মীরের ১ জন। কেরালায় নতুন আক্রান্তের খবর মেলায় শুধু এই রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা হল ১৪। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাই এলার্ট জারি করা হয়েছে সেখানে।
মারণ রোগ যাতে আর ছড়িয়ে না-পড়ে সে জন্য কড়া পদক্ষেপ করছে কেরালা প্রশাসন। সব স্কুল ও সিনেমা হল এ মাসের শেষপর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্যের ১,৪৯৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এঁদের মধ্যে ২৫৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কোনও জমায়েত ছাড়া ধর্মীয় অনুষ্ঠান করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কাছে আর্জি জানিয়েছেন।