নিজস্ব সংবাদদাতাঃ আম বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের 7 নম্বর কালিকা মোরা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবারগভীর রাতে মানসিক ভারসাম্যহীন নগেন মালাকার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পরদিন সকালে মৃতদেহ নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুশমন্ডি থানার পুলিশ। প্রথমে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য দেহটি বালুরঘাট মর্গে পাঠায় পুলিশ। পুরো ঘটনার তদন্তে নেমেছে কুশমন্ডি থানার পুলিশ। এই বিষয়ে মৃত ব্যক্তির দাদা মতিলাল মালাকারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।