February 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৬৬ হাজার পেরিয়ে গেল, আতঙ্কিত বিশ্ববাসী


বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে অন্যতম হলো আমেরিকা। আর সেই আমেরিকায় এখন করোনা ভাইরাসের জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের গ্রাসে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৪ হাজার মানুষের। আর তার মধ্যে শুধুমাত্র আমেরিকায় মৃত্যু হয়েছে ৬৬ হাজার মানুষের। অর্থাৎ বিশ্বের মোট মৃত্যুর চার ভাগের এক ভাগ শুরু মাএ আমেরিকায় মৃত্যু হয়ছে। পাশাপাশি মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শত চেষ্টা করেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত করোনা রুখতে সম্পূর্ণভাবে সফল হননি। আমেরিকার মধ্যে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা নিউইর্য়কে। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬১০ জনের। আর এর ঠিক পরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ ২১ হাজার। পাশাপাশি মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের। প্রতিনিয়ত মৃত্যুর হার দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় আতঙ্কিত বিশ্ববাসী।