July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমার জন্য হাততালি না দিয়ে কোনও ১টি পরিবারের খাবারের দায়িত্ব নিন, আবেদন মোদির

করোনা সংক্রমণ রুখতে গত ২২ মার্চ দেশজুড়ে ‘জনতা কারফিউ’র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আবেদনে সাড়া দিয়ে ওই দিন বিকেল ৫টায় ৫ মিনিটের জন্য কাঁসর, ঘণ্টা, করতালির মাধ্যমে দেশকে করোনা মুক্ত রাখতে দিন-রাত কাজ করে চলা ব্যক্তিদের কুর্ণিশ জানিয়েছিল সারা দেশ। পাশাপাশি ২৯ মার্চ রবিবার রাত ৯টায় প্রধানমন্ত্রীরই আহ্বানে প্রদীপ জ্বালিয়ে করোনা মোকাবিলায় একসাথে লড়াই করার বার্তা দিয়েছিল গোটা দেশ। কিন্তু এই ঘটনার পরেই রোটেছে অন্য গুজব।

আগামী রবিবার অর্থাৎ ১২ এপ্রিল বিকেল ৫টায় সবাইকে দাঁড়িয়ে ৫ মিনিট হাততালি দেবার অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে। আর এই গুজব সামনে আসতেই বেজায় চটেছেন নমো। দেশবাসীর উদ্দেশে তিনি জানিয়েছেন তাঁকে সম্মান জানাতে দাঁড়িয়ে হাততালি দেবার দরকার নেই। বরং পারলে এই লক ডাউন পরিস্থিতিতে কোনও ১টি দরিদ্র পরিবারের খাবার জোগানের দায়িত্ব নিতে।

বুধবার হিন্দিতে পরপর দু’টি ট্যুইট করেন প্রধানমন্ত্রী। এমন কোনও কিছু না করার জন্য ট্যুইটারের মাধ্যমে প্রত্যেকের কাছে আবেদন করেছেন। পাশাপাশি এরকম কোনও গুজবে কান না দিতে ও এরকম গুজব না ছড়াতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।