করোনা আতঙ্কের মধ্যে আগুনের গ্রাসে শুশুনিয়া পাহাড়। মঙ্গলবার সন্ধে থেকেই এই পাহাড়ের জঙ্গলে আগুন জ্বলতে দেখা যায়।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে আচমকা কয়েকজনের নজরে পড়ে শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে আগুন। যাতে মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা অরণ্য। এরপর দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় দমকলের ১ টি ইঞ্জিন। তবে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও, না নিভিয়েই ফিরে যায় ইঞ্জিনটি। স্থানীয় সূত্রে খবর, এরপর রাতের দিকে ফের দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। পুড়ে ছাই যায় একের পর এক গাছ। আশঙ্কা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রাণহানী হয়েছে বহু শিয়াল, অজগর, খরগোশ জাতীয় প্রাণীর।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেউ ইচ্ছাকৃত আগুন ধরিয়েছে জঙ্গলের শুকনো পাতায়। সেই থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। তবে এবিষয়ে এখনও বনদপ্তরের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিধ্বংসী অগ্নিকান্ডের কারন নিয়ে তদন্ত শুরু হয়েছে।