কলকাতা পুরসভার পক্ষ থেকে আমফানের জেরে যে সমস্ত গাছগুলি পড়ে গিয়েছিল।সেগুলি পুনঃস্থাপন করা ও সরানোর কাজ চলছে। এদিন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়াডের অন্তর্গত জাস্টিস চন্দ্র মাধব রোড এবং রামমোহন দত্ত রোডের সংযোগস্থলে আমফানের জেরে পর্যদুস্ত হযে পড়া একটি বটগাছকে পুনঃস্থাপিত করা হল। এদিন সেই গাছের ডালপালা কেটে গাছের মূল গুড়ির অংশ পুনঃস্থাপিত করা হল। পাশাপাশি আগামী দিনে সত্তর নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অসংখ্য গাছ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস।
মানুষের পুরনো স্মৃতিকে বজায় রেখে, পরিবেশকে আরো বেশি সবুজায়নের মাধ্যমে দূষণমুক্ত করতেই উদ্যোগ নিয়েছেন তিনি।