ঘূর্ণিঝড় আমফানের জেরে বিধ্বস্ত অবস্থা কলকাতা, হাওড়া সহ দুই ২৪ চব্বিশ পরগনা জেলায়। এর আগে এত বড় ঝড়ের সম্মুখীন হয়নি কলকাতাবাসী। তবে এই ঘূর্ণিঝড়ের তান্ডব থেকে বাদ পড়েনি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
ঝড়ের দাপটে তার বাড়ির আম গাছটি ভেঙ্গে পড়ে তার বাড়ির বারান্দায়। এরপর ঝড়ের তান্ডব শেষ হওয়ার পর, পরদিন সকালে সেই পুরানো আমগাছটি বাড়ির বারান্দা থেকে সরাতে দেখা যায় দাদা কে। তিনি নিজে গাছ সরানোর কাজে হাত লাগান।
সেই ছবি টুইটারে পোস্ট করে সৌরভ লিখেছেন, “ভেঙে পড়া আমগাছকে সঠিক জায়গায় নিয়ে আসলাম। দারুণ শক্তির পরিচয়”। এই ছবিটিতে দেখা যায় আম গাছটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি তার বাড়ির লোকজন তার সাথে হাত লাগিয়েছে।