June 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমফানের জেরে ক্ষতিগ্রস্ত গাছ গুলি পুনরায় লাগানোর উদ্যোগ কলকাতা পুরসভার


আমফানের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বিরাট এলাকার সবুজ অরন্য। সেই সবুজকে পুনরুজ্জীবন দিতে উদ্যোগী কলকাতা পুরসভা। তাদের প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়েছে কেএমডিএ। শুক্রবার সকালে রবীন্দ্র সরোবরের ক্ষতিগ্রস্ত গাছের অবস্থা দেখতে যান কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। ক্ষতি হওয়া ১৫০ টি গাছের মধ্যে ১০০ টি গাছকে পুনরায় বাঁচিয়ে তোলা সম্ভব বলে পুরসভা সূত্রে খবর। হাইড্রোক্লোরিক টেলিস্কোপিক ক্রেনের মাধ্যমে এই গাছ গুলিকে তুলে অন্যত্র উর্বর মাটিতে লাগিয়ে বাঁচানো সম্ভব বলে জানা যায়। সেই উদ্যোগের পাশাপাশি নতুন গাছও লাগানো হবে বলে জানাচ্ছে পুরসভা। সেক্ষেত্রে নিম আমের মতো শক্ত গুঁড়ির গাছগুলিকে বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে।