July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমফানের ঘুর্নি ঝড়ের রেশ যেতে না যেতেই এক সপ্তাহে তিনটি ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত দক্ষিন দিনাজপুর


নিজেস্ব প্রতিনিধি, বালুরঘাট; এযেন সমুদ্রের ঢেউ একের পর এক ঝড় ঢেয়ে আসছে থামছেই না কিছুতেই। আমফানের ঘুর্নি ঝড়ের রেশ যেতে না যেতেই গত এক সপ্তাহে তিন তিনটি ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হলো দক্ষিন দিনাজপুর জেলাকে।

গত বৃহষ্পতিবার রাত্রে আমফানের হাত থেকে বাচলেও রেহাই মিললনা মঙ্গলবার রাএে বালুরঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া ব্যাপক ঝড় বৃষ্টির হাত থেকে। মঙ্গলবার রাত্রিতে বালুরঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের দাপটে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ৩ নং চকভৃগু গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কুয়ারন, মহন্ত পাড়া, কুয়ারন গীর্জা পাড়া সহ একাধিক এলাকার মানুষেরা। মঙ্গলবার ঝড়ের দাপটে দক্ষিণ কুয়ারন, মহন্ত পাড়া, কুয়ারন গীর্জা পাড়া এলাকার প্রায় ৫০-এরও বেশী পরিবারের বাড়ি-ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ঝড়ে কারো বাড়ির টিন উড়ে গিয়েছে তো কারো বাড়ির মাটির দেওয়াল ভেঙ্গে গিয়েছে তো আবার কারো বাড়ি সম্পূর্ণভাবে ভেঙ্গে গিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে কোন কোন পরিবার কোন মতে তাদের সেই ক্ষুদ্র একমাত্র আস্তানা মেরামতে ব্যস্ত তো ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে অনেক পরিবার আশ্রয়হীন হয়ে কখনো প্রতিবেশীর বারান্দায় বা কখনো খোলা আকাশের নীচে রাস্তায় পরিবার নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ঘর বাড়ি ভেঙ্গে যাওয়া ক্ষতিগ্রস্ত গরিব আদিবাসী পরিবারগুলি বর্তমানে অসহায় অবস্থায় ঝড় বাদলের দিনে মাথা গুজতে সরকারি সাহায্যের মুখাপেক্ষী।

তবে কাকতলিয় ভাবে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশে বনমন্ত্রী আমফানের ঝড়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এক প্রশাসনিক বৈঠক করতে বালুরঘাটে আসছেন। হয়তো সেই বৈঠকে জেলা আধিকারিকরা গতকালকের ঝড়ের ক্ষয়ক্ষতির ব্যাপারটি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলেও করতে পারেন বলে জানা গেছে।