প্রায় 2 মাসেরও বেশি সময় পর প্রথম দফায় আনলক রাজ্য| খুলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরের অন্যান্য পণ্যের দোকান| তবে লাভের আশা দেখতে পারছেন না সেই সব ব্যবসায়ীরা| লকডাউনে মার খেয়েছে বস্ত্র বিপনী গুলি| নববর্ষ থেকে জামাইষষ্ঠী সব উৎসবই কেটেছে লকডাউনে| বিয়ের মরসুম চললেও নিষিদ্ধ করা হয়েছে সব বিয়ের লগ্ন ফলে গোদের উপর বিষ ফোঁড়া বস্ত্র বিপনী গুলির| সঙ্গে থাবা বসিয়েছে আমফান সুপার সাইক্লন| কলেজ স্ট্রিটের শাড়ি বিপণন গুলিতে বৃষ্টির জল ঢোকায় নষ্ট হয়েছে বহু পণ্য| মাথায় হাত দোকানিদের| দোকান খুললেও কবে লাভের মুখ দেখবে তা নিয়ে শঙ্কায় দোকানিরা| দুর্গাপুজোয় আদৌ লাভের মুখ দেখতে পাবেন কি না তা নিয়েও দুশ্চিন্তায় বস্ত্র ব্যবসায়ীরা|