June 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আবারও পুলিশের মানবিক মুখ দেখলো বালুরঘাটের বাসিন্দারা

করোনার জেরে দেশব্যাপি টানা ২১ দিন লকডাউন শুরু হওয়ার সাথে সাথে শহরের একাকি থাকা প্রবীন বয়ষ্ক বাসিন্দাদের হাট বাজারে অসুবিধে থাকার বিষয়টি অনুভব করেই জেলা পুলিশের পরিচালনায় বালুরঘাট থানার উদ্যোগে শহরের একাকী প্রবীন নাগরিকদের পাশে থাকার জন্য ” প্রনাম ” নামক সংস্থ্যা র মধ্যমে সবজি বিক্রেতা কে নিয়ে প্রবীন নাগরিকদের বাড়িতে বাড়িতে তাদের প্রয়োজনীয় সবজি পৌছে দেওয়ার ব্যবস্থ্যা করল বালুরঘাট থানার পুলিশ।

আর এই লকডাউনে গৃহবন্দি অবস্থায় থাকার মধ্যে তাদের মত একাকি প্রবীন নাগরিকদের কথা ভেবে তাদের বাড়ির দোড় গোড়ায় পুলিশ যে এভাবে তাদের হেসেলের জন্য সবজি পৌছে দিতে পারে তা তারা কখনও ভেবে উঠতে পারেনি। তাই আচমকা পুলিশকে এই ত্রাতার ভূমিকায় দেখে শহরের প্রবীন নাগরিকরা খুশি। অন্যদিকে পুলিশের এই ভূমিকার জন্য পুলিশকে ধন্যবাদ ও জানাতে ভোলেন নি তারা।