নিজস্ব প্রতিনিধিঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা। তাকে প্রতিহত করতে ততই তৎপর হচ্ছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবারও পথে নেমে রাজ্যবাসীকে লকডাউন মানতে আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মৌলালি এলাকায় হাজির হন মুখ্যমন্ত্রী। তবে লকডাউন চলছে বলে গাড়ি থেকে এদিন রাস্তায় নামেননি তিনি। গাড়িতে বসেই মাইকের মাধ্যমে সচেতনতার প্রচার করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু করোনাকে হারাতে ঘরেই থাকতে হবে। শান্ত থাকুন। ঘরে থাকুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। আর করোনা হলে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশকে জানান। ওঁদের সাহায্য নিয়ে হাসপাতালে যান। তিনি আরও বলেন, “মানুষের পাশে আমরা থাকবই। করোনা ভাইরাসকে আমরা ভয় পাই না। মানুষকে সচেতন করতে রাস্তায় বের হচ্ছি। তাতে যদি আমার করোনা হয়, হোক।”