করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে একটু স্বস্তি মিলল মধ্যবিত্তের। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় ভারতে অনেকটাই দাম কমল ভরতুকিহীন এলপিজি সিলিন্ডারের। কলকাতায় দাম কমল প্রায় ১৯০ টাকা। ৭৭৪ টাকা থেকে কমে নয়া দাম এখন ৫৮৪ টাকা। ১৬২ টাকা কমে ভরতুকিহীন সিলিন্ডারের দাম হয়েছে ৫৮১ টাকা। মুম্বইয়ে ৭১৪ টাকা থেকে কমে সিলিন্ডারের নতুন দাম ৫৭৯ টাকা। সবচেয়ে বেশি কমেছে কলকাতায়। এখানে ১৯০ টাকা কমে বর্তমানে সিলিন্ডারের দাম হল ৫৮৪ টাকা। উল্লেখ্য, দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর আতঙ্কে বহু মানুষ গ্যাস সিলিন্ডার কিনতে শুরু করলে দাম বেড়ে যায় ভরতুকিহীন সিলিন্ডারের। এপ্রিল মাসে এলপিজি সিলিন্ডারের দাম ২০ শতাংশ বেড়ে যায়। ভরতুকিহীন গ্যাসের দাম কলকাতায় বেড়ে দাঁড়ায় ৭৭৪ টাকা। তখন মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় গ্যাস সিলিন্ডারের দাম কমেছে বলেই জানা গিয়েছে।