April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আন্তর্জাতিক নারী দিবস, নারী শক্তিকে পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনে

রবিবার আন্তর্জাতিক নারী দিবস। আর এই আন্তর্জাতিক নারী দিবস দিনটিকে স্মরণীয় করে রাখতে এক অভিনব পন্থা অবলম্বন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের সম্মানার্থে তাদের কথা তুলে ধরতে নিজের সোশ্যাল অ্যাকাউন্টকে ব্যবহার করতে চান প্রধানমন্ত্রী। শুধুমাত্র এটাই নয় আজ নারী শক্তি পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনে। সেখানেই বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে এদিন তাঁর সোশ্যাল সাইটটি নিয়ন্ত্রণ করবেন বেশ কয়েকজন সফল মহিলা। সেই সাইটে মহিলারা তাদের উন্নয়ন, তাদের অগ্রগতির কথা জানাবেন। মহিলাদের শক্তিবৃদ্ধি, তাদের অগ্রগতিতে যে সকল মহিলা সংগঠন, স্কুল, কলেজ বা কোন একজন মহিলা এগিয়ে এসেছেন, কাজ করেছেন সমাজের বাধাকে উপেক্ষা করে আজ তাদেরই সম্মানিত করা হবে রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রী তাঁর অন্যান্য সোশ্যাল সাইটগুলিতে তুলে ধরবেন সেই সব মহিলাদের কথা যাদের দেখে, যাদের কাজে তিনি অনুপ্রাণিত। রবিবার সকালে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন তিনি। তাঁর টুইটার অ্যাকাউন্টে এদিন ঢুকলেই দেখা যাবে সাতজন সফল নারীর জীবনের গল্প। প্রধানমন্ত্রীর আশা সাতজন মহিলা জীবনযুদ্ধ সকলকে অনুপ্রেরণা জোগাবে।