মালদহের ইংরেজবাজারে আধার কার্ড সংশোধনের লাইনে এক তরুণী-সহ বেশ কয়েকজনের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানাযায়, মঙ্গলবার সকাল থেকেই আধার কার্ডের সংশোধনের জন্য মালদহের ইংরেজবাজারের ফোয়ারা মোড়ে প্রধান ডাকঘরে ভিড় করেছেন স্থানীয়রা। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হয় লাইন। এরপর বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ। সেই লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন কালিয়াচকের বাসিন্দা আয়োশা খাতুন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে।
সূত্রের খবর, এদিন আধার সংশোধনী লাইনের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়। পুলিশ বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা। বিশৃঙ্খল পরিস্থিতির সৃ্ষ্টি হয় এলাকায়। লাইনে থাকা এক মহিলা জানান, আধার কার্ড সংশোধনের জন্য মঙ্গলবার ভোর রাত থেকে ডাকঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবে প্রবল সমস্যা হচ্ছে। তাই তাঁর দাবি অবিলম্বেই যেন শহরে আধার কার্ড সংশোধনের কেন্দ্র বাড়ানো হয়। তবে সমস্যা কিছুটা হলেও মিটবে।