আইনজীবীদের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আদালত চত্বরে এক আইনজীবীর উপরে বোমা ছোঁড়ার অভিযোগ তাঁরই এক সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালতে। সূত্রের খবর, লখনউয়ের হজরতগঞ্জ এলাকা সংলগ্ন জেলা ম্যাজিস্ট্রেটের অফিসের আদালত চত্বরে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই আইনজীবীর মধ্যে অশান্তি চলছিল। বৃহস্পতিবার তা চরম আকার ধারন করলে সঞ্জীব লোধি নামে এক আইনজীবীর উপরে বোমা ছোঁড়ে তাঁরই এক সহকর্মী জিতু যাদব। ঘটনায় ওই আইনজীবীসহ আরও তিনজন জখম হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ওয়াজিরগঞ্জ থানার পুলিশ। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনটি তাজা দেশি বোমাও উদ্ধার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত আইনজীবীর নাম জিতু যাদব। ঘটনাটির বিরুদ্ধে তদন্ত শুরু করছে পুলিশ।