March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আত্রেয়ী নদী থেকে অবাধে বালি পাচারের অভিযোগ তৃনমূল আশ্রিত বালি মাফিয়াদের বিরুদ্ধে


নিজেস্ব প্রতিনিধি বালুরঘাট; কুমারগঞ্জ পুলিশের এক শ্রেনী অসাধু অফিসারের যোগসাজশে আত্রেয়ী নদী থেকে অবাধে বালি পাচারে লিপ্ত তৃনমুল কংগ্রেসের এক শ্রেনীর নেতা ও তৃনমুল আশ্রিত বালি মাফিয়ারা বলে অভিযোগ তুললেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যদিও তৃনমুল নেতৃত্ব এই অভিযোগ অস্বিকার করেছে। তাদের পালটা অভিযোগ বিজেপি লকডাউনের সমস্যা থেকে মানুষের চোখ ঘোরাতেই তাদের বিরুদ্ধে এই সব অভিযোগ আনছে।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ কুমারগঞ্জ থানার এক শ্রেনী অসাধু অফিসারের সহয়তায় কুমারগঞ্জের তৃনমুলের একাংশ ও তাদের আশ্রিত বালি মাফিয়ারা অবৈধ ভাবে আত্রেয়ী নদী থেকে বালি তুলে তা পাচার করে কাটমানীর মত টাকা তুলছে। সাথে আরও অভিযোগ এই কাজ তারা করছে কুমারগঞ্জ কলেজের সরকারি জমি ব্যবহার করে নদী থেকে বালি তুলে নিয়ে গিয়ে তা পাশের সরকারি জমিতে বালি মজুত করার কাজ চালিয়ে যাচ্ছে। সাংসদের আরও অভিযোগ পুলিশের নাকের ডগায় তৃনমুল নেতা ও তাদের আশ্রিত বালি মাফিয়ারা এই কাজ চালিয়ে গেলেও কুমারগঞ্জ থানা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থ্যাই নিচ্ছে না। সূএের খবর, এর আগেও কুমারগঞ্জ থানার বিভিন্ন বিষয়ে নিষ্ক্রিয়তার ভূমিকা দেখে গিয়েছে বলে অভিযোগ। তাই এই ঘটনাতে যে তারা জড়িত রয়েছেন তা আর বলার অপেক্ষা রাখেনা বলে সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ।