আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফেরার সময় গাড়ীর ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মঙ্গলবার এই ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ থানা বালিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মজিদুর হুসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। ঘটনার পর দেহটিকে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।