
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল। পূর্বঘোষণা মতো বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের রূপান্ন ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন বোর্ডের চেয়ারম্যান। মেধাতালিকায় প্রথম দশজনের নাম ঘোষণা করেন তিনি। তাতে সিবিএসই এবং পশ্চিমবঙ্গ বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে একেবারে সমানে সমানে লড়াই। মেধাতালিকার প্রথম দশে থাকা চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের, চারজন সিবিএসই আর দুজন আইসিএসসি বোর্ডের পড়ুয়া। বোর্ড চেয়ারম্যান সকলের নাম, স্কুল ও সেইসঙ্গে বোর্ডের নামও ঘোষণা করেছেন।
প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র (WBHSC)
দ্বিতীয় কল্যাণী এক্সপেরিমেন্টাল হাইস্কুলের শুভ্রদীপ পাল(WBHSC)
তৃতীয় কল্যাণীর বিশপ ম্যারো স্কুলের বিবস্বান বিশ্বাস (ISCE)
চতুর্থ দার্জিলিং পাবলিক স্কুলের ইরাদ্রি বসু খণ্ড (CBSE)
পঞ্চম সাউথ পয়েন্টের ময়ূখ বিশ্বাস (CBSE)
More Stories
দক্ষিণবঙ্গে বাড়বে তাপপ্রবাহ
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ