কর্মী সংগঠনের ডাকে ও ১০ দফা দাবিতে আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট। বন্ধ অধিকাংশ ATM-ও বন্ধ ব্যাঙ্কের সামনে পিকেটিং। গতকাল মুম্বইয়ে কর্মী সংগঠনের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের বৈঠক হলেও সমাধানসূত্রে মেলেনি। পরপর দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটে গ্রাহকদের চূড়ান্ত হয়রানির আশঙ্কা। মাসের শেষ দিনের সকাল থেকে হয়রানির স্বীকার সাধারণ মানুষ। আর্থিক লেন দেন কিংবা প্রয়োজনীয় নগদ টাকা… কোনওকিছুই মিলবে না ১ ফেব্রুয়ারি পর্যন্ত। টানা তিনদিন ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত হবেন দেশবাসী। জানা গেছে, ফের ১১ মার্চ ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ঘটনাচক্রে আজই আর্থিক সমীক্ষা পেশ করবে কেন্দ্রীয় সরকার। কাল সাধারণ বাজেট পড়বেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।