গুড ফ্রাইডের দিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে পরিষেবায় কিছু বদল আনল কলকাতা মেট্রো | অন্যান্য কাজের দিনের মতোই শুক্রবার সকাল ৭টা থেকে এই রুটে পরিষেবা শুরু হবে। সকালের দিকে ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। তারপর ১৫ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। দুপুরের দিকে ২০ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রীন লাইনে ১৩০টির পরিবর্তে ১২২টি ট্রেন চালানো হবে। এসপ্ল্যানেড থেকে ৬১টি এবং হাওড়া ময়দান থেকে ৬১টি মেট্রো চলবে। অন্যদিকে, ওই দিন ১০৬টির পরিবর্তে মোট ৯০টি ট্রেন চলবে শিয়ালদহ -সল্টলেক সেক্টর ফাইভ রুটে। শিয়ালদহ থেকে ৪৫টি এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে ৪৫টি মেট্রো পাবেন যাত্রীরা।
More Stories
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
চলতি সপ্তাহেই ফের পারদের পতন, রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ
স্কুলের পরিচালন সমিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ