আজ সকাল থেকে মেঘ বৃষ্টির খেলায় মেতে দক্ষিণবঙ্গের আকাশ | সময়ের সাথে সাথে ঝাকে ঝাকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলী সহ পার্শ্ববর্তী জেলাগুলি | সপ্তাহের শেষ দিন বৃষ্টিতে ভিজলো দক্ষিণবঙ্গ | যার ফলে অস্বস্তিকর তাপমাত্রা থেকে কিছুটা রেহাই মিললো বঙ্গবাসীর |
গত কালকের পর আজকেও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ | তুলনামূলকভাবে গতকালকের তুলনায় বেড়েছে বৃষ্টির পরিমাণ | উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে | কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা বৃষ্টিতে ভিজেছে । যার ফলে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 89 শতাংশ |
More Stories
আর জি কর দুর্নীতিতেও টাকা সরানোর হয়েছে! বিস্ফোরক দাবী করলেন ইডি
পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জেলায়