September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আছে অনুমতি, লোকসানের ভয়ে ঘুরলনা গাড়ির চাকা

লোকসানের আশংকায় গাড়ী চালানোর অনুমতি থাকলেও দক্ষিন দিনাজপুর জেলার রাস্তায় নামলোনা কোন বেসরকারি পরিবহন। অথচ সরকারি হিসেবে দক্ষিন দিনাজপুর জেলা গ্রীন জোনের আওতায়। তবু ও গ্রীন জোনে থাকা সত্বেও তৃতীয় দফার লকডাউনে ২০ জন যাত্রী নিয়ে বেসরকারী বাস চলা যাবে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তবু বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে একটিও বাস নামলোনা রাস্তায়, পাশাপাশি সরকারি বাসও চলছেনা । মালিক পক্ষের দাবি কুড়ি জন নিয়ে গাড়ি চালানো সম্ভব নয় সরকার যদি ভর্তুকি দেয় তবে গাড়ি চালানো সম্ভব তাছাড়া গাড়ি চালানো যাবে না।