বৈশাখ মাসের প্রায় মাঝামাঝি। এই সময় তীব্র গরম থাকলেও এবছর সেই তীব্র গরম থেকে অনেকটাই আরাম দিচ্ছে কালবৈশাখী। গত সপ্তাহে কালবৈশাখীর জেরে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়ার। এবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথমেও রাজ্য জুড়ে রয়েছে কালবৈশাখী সম্ভাবনা। পাশাপাশি আগামী কয়েক ঘণ্টার মধ্যে সুন্দরবন এলাকায় ঘণ্টায় ৩০থেকে ৪০ কিমি বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিহার, মধ্যপ্রদেশ, এলাকাতেও ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড় বৃষ্টি হতে পারে। সাথে সোমবার দক্ষিণবঙ্গের ঝড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।