বসন্তের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তরের। জানা গিয়েছে, আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিনবঙ্গে। সূত্রের খবর, পশ্চিমি ঝঞ্ঝা ও পূর্বালী হাওয়া সংঘাতে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার জেরে সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। সূএের খবর, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।