October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আগামী বছরের উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা

বৃহস্পতিবার শেষ হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা । আর তার পরই আগামী বছরের দিন ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আগামী তিনমাসের মধ্যেই ফলপ্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন, ২০২৫ সালের ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৮ মার্চ। বিস্তারিত রুটিনও প্রকাশিত হয়েছে সংসদের তরফে। এবছরের পরীক্ষা যে সুষ্ঠুভাবে হয়েছে বলেই দাবি তাঁর। ব্রাত্য বসুর আরও বক্তব্য, ”প্রায় সাড়ে ৬০০০ কেন্দ্রে ইচ্ছা করে বহিরাগতদের ঢুকতে দিচ্ছেন অশিক্ষা কর্মচারী বা শিক্ষকরা। সংসদ তাঁদের চিহ্নিত করেছে। আগামী বছর এই সংখ্যাটা একেবারে নির্মূল করা যাবে কিনা জানি না, তবে নিশ্চয়ই কমানো যাবে। যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে সংসদের তরফে।