মঙ্গলবার সকালে আকশে হালকা থেকে মাঝারি কুয়াশা, শীতের আমেজও রয়েছে সকালের আকাশে। তবে দুপুরের পর থেকে দ্রুত তাপমাত্রা বাড়বে বলে সম্ভবনা। আলিপুর আবহাওয়া দফতর সূএে খবর, আগামী ৪৮ ঘণ্টায় ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে। বৃষ্টির পর ফের তাপমাএা বাড়তে পারে বলে সম্ভবনা। হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে, দার্জিলিং কালিম্পংয়ে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আগামীকাল সরস্বতী পুজোয় রয়েছে বৃষ্টির সম্ভবনা। আগামীকাল কলকাতা-সহ সারা রাজ্য জুড়ে মেঘলা আকাশ ও দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতাসহ দুই ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলা গুলিতেও। আগামী ২৪ ঘণ্টায় পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ডে। ঘন কুয়াশা থাকবে রাজস্থানে। উত্তরপ্রদেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।