করোনা ভাইরাসের দাপটের জেরে আই লিগ জেতা সত্বেও তা সেলিব্রেশনে বেশ কিছুটা ভাটা পড়ে। আর সেই আক্ষেপ নিয়েই রবিবার সকাল সকাল কোলকাতা ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেড। ভারত সেরা হয়েও এই শহরের সেলিব্রেশন দেখা হয়নি কিবুর।
নিউ টাউনের আবাসনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিবু ভিকুনা, মারিও রিভেরাদের। এদিন যেন তারা সকাল-সকাল নিজেদের সমস্ত জিনিস গুটিয়ে নিঃশব্দে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চেপে রওনা দেন। সব মিলিয়ে কুড়ি জনের মতো ফুটবলার এদিন সকালে শহর তলোত্তমা ছাড়লেন। জানা গিয়েছে, রবিবার রাত্রে বাস বেনারসে থামবে। তারপর সোমবার সেখান থেকে সোজা দিল্লি।
আই লিগ চ্যাম্পিয়ন হওয়া সত্বেও খলনায়ক করোনা ভাইরাসের জন্য তা সেলিব্রেট করা হয়নি মোহনবাগান শিবিরের ফুটবলারদের। তার ফলে কিছুটা মন খারাপ নিয়েই একপ্রকার শহর ছাড়লেন তাঁরা। জানা যায়, লকডাউনের মধ্যেও ক্লাবের শীর্ষ কর্তা সঞ্জয় ও দেবাশীষবাবু নিউটাউনের আবাসনের কাছে এসে তাদের সাথে দেখা করেন।