হোলির দিনই আই লিগের রঙ হয়ে গেল সবুজ মেরুন । ২০১৫ পর ২০২০ । পাঁচ বছর পর দ্বিতীয় বার আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । চার ম্যাচ বাকি থাকতেই চলতি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল সবুজ মেরুন। মঙ্গলবার কল্যানীতে আইজল এফ সি-কে ১-০ গোলে হারিয়ে পাঁচ বছর পর কলকাতায় আই লিগ নিয়ে এল কিবু ভিকুনার দল। দু’বার আই লিগ ও তিন বার জাতীয় লিগের মালিক হয়ে গেল শতাব্দী প্রাচীন মোহনবাগান।
খেলা শেষ হতেই তাই চারিদিকে উচ্ছ্বাস। মাঠে ঢুকে পড়লেন ক্লাব কর্তারাও। সোমবার রিয়াল কাশ্মীরকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তারপরই স্পষ্ট হয়ে যায়, মঙ্গলবার আইজলকে হারালেই আই লিগ মোহনবাগানের। বাস্তবে হলও তাই। আরও একবার চিংড়ি উৎসব বাংলায়।