September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অ্যাথলেটিক একাডেমীর উদ্যোগে একশ পরিবারকে খাদ্যসামগ্রী, মাস্ক ও নগদ ১০০ টাকা

মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বাগদা) : লকডাউনে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হল বাগদা সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমীর পক্ষ থেকে।

       বুধবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমীর উদ্যোগে একশ পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবন, সয়াবিন, সাবান ও কিছু সব্জি দেওয়া হয়। একই সাথে ওই সকল পরিবারকে নগদ ১০০ টাকা ও একটি করে মাস্কও দেওয়া হয়।

  একাডেমির প্রশিক্ষক গৌর রায় বলেন, লকডাউনের ফলে দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষকে তিনি নিজে ও একাডেমির ছাত্রছাত্রীরা মিলে মোট একশ পরিবারকে এই সহযোগিতা করেন।