অস্থায়ী পরিবহণ কর্মীদের ধর্মঘটের জেরে সরকারি বাস পরিষেবায় বিপত্তি। সকাল থেকেই শহরে সরকারি বাস কম চলছে। স্থায়ীকরণ, সরকারি পে স্কেল, ভাতা সহ সাতদফা দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে নেমেছে রাজ্য পরিবহণ নিগমের প্রায় ১৬০০ জন কর্মী। যার প্রভাব পড়েছে পরিষেবায়। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া কর্মবিরতি বৃহস্পতিবারও চলছে। আন্দোলনে সামিল হয়েছেন প্রায় ১৫০ জনের বেশি কর্মী। ফলে বারাসত, বেলগাছিয়া, টিটাগড় ও হাবরা ডিপো থেকে হাতে গোনা বাস বেরোচ্ছে। তাই সময়মতো নির্দিষ্ট রুটের বাস পাচ্ছেন না যাত্রীরা। জানা গিয়েছে, অস্থায়ী চালক এবং কন্ডাক্টররা স্থায়ীকরণের দাবি জানিয়েছেন। যদিও মাস কয়েক আগেই তাঁদের দু’হাজার টাকা করে বেতন বৃদ্ধি করেছে সরকার। তারপরও স্থায়ীকরণের দাবিতে আন্দোলন শুরু করেছে তারা। যার জেরে ভুক্তভূগী সাধারন মানুষ।