September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

অস্ত্র ত্যাগ, সমাজের মূলস্রোতে ফিরে এল ১ হাজার ৬১৫ বড়ো জঙ্গি

অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে এল ১ হাজার ৬১৫ জন বড়ো জঙ্গি। সূত্রের খবর, বৃহস্পতিবার গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সামনে আত্মসমর্পণ করল ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড (NDFB)-এর তিন গোষ্ঠীর সদস্যরা। বহুদিন ধরেই পৃথক বড়োল্যান্ডের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে এসেছে NDFB। এবার সেই রক্তাক্ত অধ্যায়ে ইতি পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, অত্যাধুনিক এ কে সিরিজের রাইফেল, হালকা মেশিনগান, স্টেনগান-সহ ৪ হাজার ৮০০টিরও বেশি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে আত্মসমর্পণকারী বড়ো জঙ্গিরা। NDFB’র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী সোনওয়াল বলেন, “অসমের জন্য আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই রাজ্যকে প্রথম সারিতে তুলে আনতে হবে। হিংসার পথ ছেড়ে আপনাদের উন্নয়নের পথে শামিল হতে হবে।” প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বোড়ো সংগঠন এনডিএফবি এবং অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরিত করে কেন্দ্র ও অসম সরকার। ওই চুক্তি অসমের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করবে বলেও মন্তব্য করেন অমিত শাহ। পাশাপাশি বড়ো জনগোষ্ঠীর উন্নয়নের জন্য একাধিক শিক্ষা, চিকিৎসা, কারিগরী প্রতিষ্ঠান স্থাপন করা হবে বলেও জানিয়েছে কেন্দ্র। এদিকে, কেন্দ্রের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে উলফার সংগ্রামপন্থী শাখার প্রধান পরেশ বরুয়ার অসমে ফেরার জল্পনা জোরাল হচ্ছে।