January 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অস্ট্রেলিয়ায় চক দে ইন্ডিয়া, টি-২০ বিশ্বকাপ ফাইনালে দেশের মহিলা দল

অজিদের দেশে চক দে ইন্ডিয়া। আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌছল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন বৃষ্টির জন্য ভেস্তে যায় ভারত-ইংল্যান্ড ম্যাচ। কিন্তু যেহেতু গ্রূপ লিগের প্রতিটি ম্যাচ জিতে তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারত, তাই সরাসরি ফাইনালে খেলার ছারপত্র পেয়েছে টিম হরমনপ্রীত। আর এই খবর প্রকাশ্যে আসতেই অভিনন্দনের বন্যায় ভেসে গেলেন ভারতীয় মহিলা ক্রিকেটদলের খেলোয়াড়রা। বিরাট কোহলি থেকে প্রাক্তন মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ, ঝুলন গোস্বামী, একে একে শুভেচ্ছা জানালেন সকলেই। বিরাট কোহলি নিজের ট্যুইটারে লিখেছেন, “টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাচ্ছি। মেয়েদের জন্য আজ আমরা সত্যিই গর্বিত। ফাইনালের জন্য তোমাদের আগাম শুভেচ্ছা রইল।” প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ নিজের শুভেচ্ছাবার্তায় বলছেন, গ্রূপের চারটে ম্যাচে চারটেতেই জিতেছিল ভারত। তার পুরস্কার স্বরূপ আজ ভারত পৌঁছে গেল টি-২০ বিশ্বকাপের ফাইনালে।

ঝুলন গোস্বামী বলছেন, “শেষ ধাপে তোমরা পৌঁছে গেলে। বাকি শুধু একটা ম্যাচ। আশা করছি ওই ম্যাচ জিতে তোমরা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে।” পাশাপাশি মহিলা টি-টোয়েন্টি দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বলছেন,”দল ফাইনালে ওঠায় দারুন রোমাঞ্চ অনুভব করছি। যা ভাষায় বুঝিয়ে বলা সম্ভব নয়। রবিবার মেলবোর্ণে অনুষ্ঠিত হতে চলেছে ফাইনাল ম্যাচ। সেখানে দেশের পতাকা সবার উপড়ে মহিলা ক্রিকেটদল ওড়াতে পারে কি না সেই অপেক্ষাতেই গোটা দেশ।