June 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়

বিরোধিতাকে পিছনে ফেলে দিল্লিতে সৌজন্যের রাজনীতি। অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ। শুধু তাই নয় সোশাল মিডিয়ায় জানালেন, সুস্থ হয়ে উঠেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এবং ১৭ মার্চ থেকে ফের রাজ্যসভার চেয়ারপার্সনের দায়িত্ব ভার সামলানোর পরিকল্পনা করছেন।

গত ৯ মার্চ মধ্যরাতে হঠাৎই বুকে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে। ৭৩ বছরের ধনকড়ের চিকিৎসার দায়িত্বে নেন এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড. রাজীব নারাং। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এইমসে গিয়ে ধনকড়কে দেখে আসেন। শাসক-বিরোধী সব দলের নেতৃত্বই তাঁর সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। এরপর সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন উপরাষ্ট্রপতি। তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।