জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী তথা তৃনমূল সংসদের বাবা। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই সাংসদের বাবা। রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে তার অসুস্থতার খবরে বেশ উত্তেজনা ছড়িয়েছে। তবে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
সূএের খবর, রবিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন তৃনমূল সংসদের বাবা। তারপরই তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, প্রথমে তাকে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। তবে শরীরে সুগার থাকায় অক্সিজেনের পাশাপাশি ইনসুলিনও দেওয়া হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে, কোভিড-১৯ টেস্টের জন্য তাঁর লালারস সংগ্রহ করা হবে।