December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অসহায়দের মুখে খাবার তুলে দিতে উদ্যোগ ব্যাঙ্ক কর্মীদের

বিশ্ব মহামারী পরিস্থিতিতে যখন মানুষ ঘরবন্দী সেই পরিস্থিতিতে পিছিয়ে নেই ব্যাঙ্ক কর্মীরাও দৈনিক কাজের মধ্যে ব্যাস্ত থাকলেও কাজের মধ্যে সাধারণ মানুষ পাশে দারালেন ব্যাঙ্কের কর্মীরা। মালদা জেলার আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লক আর এই ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে শ্রীরামপুর অঞ্চলের প্রাত্যন্ত গ্রাম বানপুর । এই গ্রামের প্রায় সকলেই চাষবাসের ও দিনমজুরের কাজের উপর নির্ভরশীল। দেশজুড়ে করোণা মোকাবিলায় চলছে দ্বিতীয় দফার লকডাউন। এই টানা লকডাউনে সব থেকে বেশি বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া এই আদিবাসী দিন মজুরেরা।

পরিবারে শুরু হয়েছে অভাব অনটন। পরিবারের মুখে দুমুঠো অন্ন্য জোগাতে হিমসিম খাচ্ছে সকলেই। অনিশ্চিত হয়েছে রোজগার। যেটুকু সঞ্চয় করে রাখা ছিল তাও শেষ হয়েছে কবেই। এই অবস্থায় দুবেলা খাওয়া জোটাতে হিমশিম খাচ্ছে হবিবপুর ব্লকের বানপুর গ্রামের ১২০ টি আদিবাসী পরিবার। পাশে দারালেন বঙ্গীয় প্রাদেশিক ব্যাঙ্কের কর্মচারী সমিতি , মালদা জেলা সংগঠনে পক্ষ থেকে এদিন দরীদ্র দুঃস্থ পরিবারে হাতে চাল, ডাল আলু, তেল,সুয়াবিন,পাউরুটি,সহ নগত ৩০ টাকা তুলতে দেওয়া হয়।